Broadband Internet মূলত উচ্চগতির। যারা Broadband Internet ব্যবহারে অভ্যস্ত, তারা গতির সামান্য তারতম্য হলেই বিরক্ত হন। মাঝে মাঝেই Broadband Internet -এর গতি সাধারণের চেয়ে অনেকটা কমে যায়। তখন Internet থেকে কিছু Download করতে বা বড় কোনো Web Page Load হতে অনেক সময় লাগে, যা অত্যন্ত বিরক্তিকর। কিন্তু ছোট্ট একটি কাজ করলেই এ সমস্যার কিছুটা সমাধান করা সম্ভব। কি করে এর সমাধান করবেন তা এবার বর্ণনা করছি।
১. প্রথমে Start Menu থেকে Run-এ যান।
২. এবার gpedit.msc লিখে ok Press করুন।
৩. এবার নতুন যে Window আসবে এখান থেকে Local Computer Policy>AdministrativeTemplates>Network>QoS Packet Scheduler Select করুন।
৪. এবার নতুন যে Window আসবে এখান থেকে Limit Reservable Bandwidth Enable করে Bandwidth Limit 0% বসিয়ে ok করে Computer Restart দিন।
এবার দেখুন আপনার Broadband Internet -এর গতি অনেকটা বেড়ে গেছে।
Written By : Arafat Nabid
0 Comments:
Post a Comment