ব্যাকআপ রাখুন Firefox-এর Add-ons গুলোর।
কিছু দিন পর পর আসে Firefox-এর নতুন নতুন Version. আবার নতুন করে Setup দিলেই প্রয়োজন হয় নতুন করে Browser Setup দেওয়ার। আর নতুন করে Setup দিলেই হারিয়ে যায় পুরনো Add-ons গুলো। কিন্তু এখন আপনি আপনার Add-ons গুলোর Backup রাখতে পারবেন, আর Browser Setup -এর পর Pre-Install করে নিতে পারবেন Add-ons গুলো। Backup রাখার জন্য আপনাকে প্রথমে FEBE Option নামের Extension-টি Download করতে হবে।
এবার বলছি কীভাবে ব্যবহার করবেন এই Add-on-টি:
১. Download শেষ হলে Firefox Restart দিন।
৪. এরপর Perform Backup-এ Click করলে Backup তৈরি করবে।
তো বুঝতেই পারছেন Addon-টি আপনার কত প্রয়োজনীয়। তাহলে আর দেরি কেন? এখনই Addon-টি Install করে নিন আপনার PC-তে।
আপনি এখান থেকেই FEBE Option-টি Install করতে পারবেন। এজন্য Add to Firefox এ ক্লিক করার পর আপনার Browser আপনার কাছে অনুমতি চাইবে, আপনি কি সত্যিই Install করতে চান? যদি চান, তাহলে Allow করুন। প্রয়োজনে ছবিটি দেখে নিন।
Written By : Arafat Nabid
0 Comments:
Post a Comment