Keep Backup your Add-ons ~ Best Blogger Yan - Technology Today

Keep Backup your Add-ons

ব্যাকআপ রাখুন Firefox-এর Add-ons গুলোর।
কিছু দিন পর পর আসে Firefox-এর নতুন নতুন Version. আবার নতুন করে Setup দিলেই প্রয়োজন হয় নতুন করে Browser Setup দেওয়ার। আর নতুন করে Setup দিলেই হারিয়ে যায় পুরনো Add-ons গুলো। কিন্তু এখন আপনি আপনার Add-ons গুলোর Backup রাখতে পারবেন, আর Browser Setup -এর পর Pre-Install করে নিতে পারবেন Add-ons গুলো। Backup রাখার জন্য আপনাকে প্রথমে FEBE Option নামের Extension-টি Download করতে হবে।
এবার বলছি কীভাবে ব্যবহার করবেন এই Add-on-টি:
    ১.   Download শেষ হলে Firefox Restart দিন।
    ২.   তারপর Tools Menu থেকে FEBE Option যেতে হবে।
    ৩.   FEBE Option থেকে ঠিক করে দিতে হবে কোন Folder- Backup File গুলো জমা হবে।
    ৪.   এরপর Perform Backup-Click করলে Backup তৈরি করবে।
এরপর আপনার দেয়া Folder Check করে দেখুন Add-ons গুলোর Backup তৈরি হয়েছে।
তো বুঝতেই পারছেন Addon-টি আপনার কত প্রয়োজনীয়। তাহলে আর দেরি কেন? এখনই Addon-টি Install করে নিন আপনার PC-তে।



আপনি এখান থেকেই FEBE Option-টি Install করতে পারবেন। এজন্য Add to Firefox ক্লিক করার পর আপনার Browser আপনার কাছে অনুমতি চাইবে, আপনি কি সত্যিই Install করতে চান? যদি চান, তাহলে Allow করুন। প্রয়োজনে ছবিটি দেখে নিন।
      Written By : Arafat Nabid




0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Printable Coupons