2010 ~ Best Blogger Yan - Technology Today

Vote for Best ODI Team


আপনাদের সকলের উদ্দেশ্যে একটি জরুরী সংবাদ নিয়ে হাজির হলাম। শুনে আপনি অবাক হবেন যে, সর্বকালের সেরা ম্যাচের Ranking করছে ICC. বাংলাদেশ বনাম অষ্ট্রেলিয়ার ম্যাচ সর্বকালের সেরা দশটি ওয়ানডে ম্যাচের তালিকা স্থান পেয়েছে। দয়া করে একটু সময় নষ্ট করে হলেও ভোটটি দিন। এতে বাংলাদেশের নাম উজ্জল হবে। শুধুমাত্র আপনার ল্প কিছু সময়ের জন্য।

Colorful Tabs






কালারফুল ট্যাবস
আপনারা যারা Mozilla Firefox ব্যবহার করেন, তারা একবার কি কখনো চিন্তা করে দেখেছেন যে আপনার Browser-এর Tabs গুলো যদি বিভিন্ন রঙ্গে রঙ্গিন হয় তাহলে কেমন হয়? নিশ্চই খারাপ লাগবে না দেখতে।

Keep Backup your Add-ons

ব্যাকআপ রাখুন Firefox-এর Add-ons গুলোর।
কিছু দিন পর পর আসে Firefox-এর নতুন নতুন Version. আবার নতুন করে Setup দিলেই প্রয়োজন হয় নতুন করে Browser Setup দেওয়ার। আর নতুন করে Setup দিলেই হারিয়ে যায় পুরনো Add-ons গুলো। কিন্তু এখন আপনি আপনার Add-ons গুলোর Backup রাখতে পারবেন, আর Browser Setup -এর পর Pre-Install করে নিতে পারবেন Add-ons গুলো। Backup রাখার জন্য আপনাকে প্রথমে FEBE Option নামের Extension-টি Download করতে হবে।

Download Statusbar

আপনাদের সামনে এবার আমি তুলে ধরব Firefox-এর নতুন একটি Addon-এর বর্ণনা। যেটি আপনার সবচেয়ে বেশি দরকারি। Addon-টির নাম হচ্ছে Download Statusbar.

Open AlertPay Account






অনলাইনে টাকা তোলার অনন্য পদ্ধতি 
Online থেকে টাকা তোলার জন্য আপনাকে অবশ্যই একটি Online- Account থাকতে হবে। আপনি Internet- টাকা আয় করবেন ঠিক আছে, কিন্তু সেই টাকা তুলবেন কিভাবে? এটাতো আর স্থানীয় Account না যে সরাসরি টাকা হাতে পেয়ে যাবেন। Online Account থেকে আপনার স্থানীয় Account- টাকা Transfer করে তারপর আপনি টাকা তুলতে পারবেন। এর আগে নয়।

Gmail Shortcut

Google ShortcutFree email exchange on the popular Internet at a WEB Service to Gmail. Many Gmail user don't know the Shortcut key of Gmail. Some time & every time u can work very quickly at keyboard with out using mouse click. It's work quickly, when u press the button of your keyboard, it's load the page very quickly. Gmail Shortcut makes to work very easy and fast. I think all person who using gmail, gmail shortcut help him to know a great features. There is frequently listed to below to the Gmail shortcut. I will make a Gmail of showcasing the key-cutting.

Hi-Speed on Your Internet






Broadband Internet মূলত উচ্চগতির। যারা Broadband Internet ব্যবহারে অভ্যস্ত, তারা গতির সামান্য তারতম্য হলেই বিরক্ত হন। মাঝে মাঝেই Broadband Internet -এর গতি সাধারণের চেয়ে অনেকটা কমে যায়। তখন Internet থেকে কিছু Download করতে বা বড় কোনো Web Page Load হতে অনেক সময় লাগে, যা অত্যন্ত বিরক্তিকর। কিন্তু ছোট্ট একটি কাজ করলেই সমস্যার কিছুটা সমাধান করা সম্ভব। কি করে এর সমাধান করবেন তা এবার বর্ণনা করছি।

Integrated Gmail

Gmail বা Google নিয়ে নতুন করে কিছু বলার নেই। Google এর সেবাগুলো বর্তমানে জনপ্রিয়তার তুঙ্গে। এগুলো ব্যবহার করতে হলে আলাদা আলাদা Window বা Tab- খুলতে হয়।

Earn Money by PTC-Neobux



পিটিসি সম্পর্কে আমার Blog- মোটামুটি ভালো তথ্য রয়েছে। অনলাইনে আয়ের সবচেয়ে সহজ কাজ হিসেবে PTC-এর খ্যাতি অনন্য। শত শত কিংবা হাজার হাজার না হলেও Reffer ভালো থাকলে বেশ একটা Amount উপার্জন করা সম্ভব। এই পোষ্টে আপনাদের সামনে উপস্থাপন করব Neobux নামক একটি PTC Site-এর। এখানেও সবচেয়ে বড় সুবিধা হলো মাত্র 2 Dollar হলেই এখান থেকে টাকা তোলা যায়। তবে তাদের ভাষ্য মতে, একমাস এবং ১০০ Add ভিজিট করার পূর্বে আপনি কাউকে Reffer করতে পারবেন না।

Related Posts Plugin for WordPress, Blogger...
 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Printable Coupons