কাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ৫ বছরের জন্য হ্যাক করুন।
কি ভাবছেন? এটা কি আদৌ সম্ভব?? হ্যা!! এই তথ্যটি আমি পেয়েছি funnytricks সাইটে। সেখানে সমস্ত প্রক্রিয়াটি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর আমি সেই লেখাটি এখানে Screen-short এর মাধ্যমে আরো স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করেছি। কারণ, আমি সেখানকার বর্ণনা মোতাবেক কাজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। আর আমি চাই, আপনারাও যাতে সেই একই সমস্যার সম্মুখীন না হন। পোষ্টটি অনেক বড় কিন্তু হ্যাক করতে আপনার লাগবে মাত্র ১০-১৫ মিনিট, এর মাঝে আপডেট হতে আপনাকে আরো কিছু সময় ব্যায় করতে হবে। একবার, অন্তত একবার একটু ধৈর্য্য ধরে আমার লেখা মত কাজ করে যান। দেখবেন, আপনি সফল!!! মানে একজন সফল Hacker. আমি চাই আপনারা Project টি হাতে নেবেন খুব Seriously এবং কাজটি করবেন মনোযোগের সাথে।

1/07/2011 10:08:00 PM
Admin



