আপনাদের সকলের উদ্দেশ্যে একটি জরুরী সংবাদ নিয়ে হাজির হলাম। শুনে আপনি অবাক হবেন যে, সর্বকালের সেরা ম্যাচের Ranking করছে ICC. বাংলাদেশ বনাম অষ্ট্রেলিয়ার ম্যাচ সর্বকালের সেরা দশটি ওয়ানডে ম্যাচের তালিকায় স্থান পেয়েছে। দয়া করে একটু সময় নষ্ট করে হলেও ভোটটি দিন। এতে বাংলাদেশের নাম উজ্জল হবে। শুধুমাত্র আপনার অল্প কিছু সময়ের জন্য।
এবারে বলছি ভোট দেওয়ার নিয়ম t
২. এরপর দশটি ম্যাচের মধ্যে সবার নিচে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে টিক চিহ্ন দিন।
৩. এরপর আপনার নাম, মেইল Address দিয়ে Submit করুন।
Note : যে কোন মেইল Address থেকে একবার ভোট দিতে পারবেন। আপনার যদি একাধিক মেইল Address থাকে তাহলে সবগুলো থেকেই একবার করে ভোট দিতে পারবেন।
ভোট দেয়া যাবে,
বাংলাদেশ সময় t 3 জানুয়ারী 2011, মধ্যরাত 1:59 মিনিট পর্যন্ত।
দুবাই সময় t 2 জানুয়ারী 2011, মধ্যরাত 11:59 মিনিট পর্যন্ত।
দুবাই সময় t 2 জানুয়ারী 2011, মধ্যরাত 11:59 মিনিট পর্যন্ত।
12/25/2010 06:58:00 PM
Admin






Posted in:


0 Comments:
Post a Comment